বিডি মেট্রোনিউজ || ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর ফ্যামিলি ডে-তে র্যাফেল ড্রর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে রোববার ওয়ালটন ফ্রিজ হস্তান্তর করা হয়েছে। গাজীপুরের পূবাইলে গত ২৫ ডিসেম্বর শুক্রবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ৭ শতাধিক সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে র্যাফেল ড্র পর্বে প্রথম পুরস্কার ওয়ালটন প্রদত্ত ৮ সিএফটি ফ্রিজ পান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রাক্তন প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন।
রোববার ওয়ালটনের মিডিয়া অফিসে আমিরুল মোমেনীনের হাতে পুরস্কারটি তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের মিডিয়া উপদেষ্টা এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রাক্তন সভাপতি এনায়েত ফেরদৌস, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।