আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটালে হুইল চেয়ার দান

বিডি মেট্রোনিউজ || আহ্ছানিয়া মিশন ক্যান্সার এ্যান্ড জেনারেল হসপিটালে রোগীদের সেবার জন্য বারটি হুইল চেয়ার দান করলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের কো-অর্ডিনেটর অনুপ কুমার কর ও তার শ্যালক ডা. প্রসেনজিৎ দে।

২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরাস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটালের এক অনাড়ম্বর অনুষ্ঠানে অনুপ কুমার কর আনুষ্ঠানিকভাবে এই চেয়ারগুলি হস্তান্তর করেন।

ক্যান্সার হসপিটালের পক্ষে চেয়ারগুলি গ্রহণ করেন হসপিটালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর আহ্সান হাবীব ও সিনিয়র মেডিক্যাল ফিজিসিস্ট ড. জাহাঙ্গীর আলম। এ সময় ক্যান্সার হসপিটালের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

অনুপ কুমার কর জানান, ওস্তাদ স্বর্গীয় মিথুনদের মেয়ে ও তার স্ত্রী প্রয়াত দীপ্তি করের স্মৃতির প্রতি শ্রদ্ধায় জানিয়ে এই চেয়ারগুলি প্রদান করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রী চিত্রশিল্পী দীপ্তি কর গত ২৪ নভেম্বর ২০১৩ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

Print Friendly, PDF & Email

Related Posts