বিডিমেট্রোনিউজ ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নিরব কন্যা সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিরবের স্ত্রী তাশফিয়া ঋদ্ধির কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান।
নিরব জানিয়েছেন, আমি আর ঋদ্ধি পরির মতো এক মেয়েসন্তানের মা-বাবা হয়েছি। প্রার্থনা করেছিলাম আমাদের যেন মেয়ে হয়। এ জন্য আরও বেশি খুশি লাগছে।
নিরব তার মেয়ের নাম রেখেছেন সুহাইমা হোসেন যুওয়াইনাহ্।
ইউনাইটেড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ড. হাসিনা আফরোজের তত্ত্বাবধানে আছেন নিরবের স্ত্রী।
চিকিৎসক জানিয়েছেন, মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন। শিগগির তারা বাসায় ফিরতে পারবেন।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে নিরব-ঋদ্ধির পরিচয়। এরপর ১০ ফেব্রুয়ারি তাদের প্রথম ফোনে কথা হয়। আর ২১ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা করেন তারা। ধীরে ধীরে তাদের যোগাযোগ প্রেমে রূপ নেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন।