বিডি মেট্রোনিউজ || জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা ডেকেছে ব্যবস্থাপনা কমিটি। বুধবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হবে বলে ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান।
সভায় ৩১তলা বিশিষ্ট মিডিয়া সেন্টার নির্মাণের প্রস্তাব ছাড়াও কোষাধ্যক্ষ রিপোর্ট ও সাধারণ সম্পাদক রিপোর্ট উপস্থাপন করা হবে বলে আলোচ্য সূচিতে উল্লেখ রয়েছে।
ক্লাবের সব সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।