বিডি মেট্রোনিউজ || এবার থার্টি ফার্স্ট নাইটে থাকছে বাংলাদেশের মিডিয়া জগতের আলোচিত নাম নায়লা নাঈম চমক। প্রথমবারের মতো এবার তিনি অংশ নেবেন থার্টি ফার্স্ট নাইটের কোনও প্রোগ্রামে।
জানা গিয়েছে, হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশনে অংশ নিয়ে মঞ্চ মাতাবেন তিনি। শুধু নায়লা নাঈম নন সঙ্গে থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণাও।
এ ছাড়া ফ্যাশন শো’তে অংশ নেবেন জনপ্রিয় মডেল ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত আর ঝুমুর।
অনুষ্ঠানটির প্রসঙ্গে নায়লা বলেন, আমার ফ্যানরা আমার কাছ থেকে সবসময় ভিন্ন কিছু প্রত্যাশা করে। আমিও তাদের কথা মাথায় রেখেই সবসময় তাদের সামনে হাজির হই। থার্টিফার্স্ট নাইটের আয়োজনেও তেমনি ভিন্ন কিছু থাকবে। সেজন্য নিয়মিত মহড়াতে অংশ নিচ্ছি।
থার্টি ফাস্ট নাইটের এ অনুষ্ঠান রাত আটটা থেকে শুরু হবে।