সিনেমায় আসছেন শাহরুখপুত্র আরিয়ান

বিডি মেট্রোনিউজ ডেস্ক || করণ জোহর। তার হাত ধরেই সিলভার স্ক্রিনে এন্ট্রি নিয়েছিলেন শাহরুখ খান। এ বার সেই পথেই পা রাখছেন এস আর কে-র ছেলে আরিয়ানও।  তার হাত ধরেই  অভিনয়ে হাতেখড়ি হচ্ছে আরিয়ানের। এ তথ্য শেয়ার করেছেন করণ নিজেই। সম্প্রতি একটি সাক্ষাত্কারে করণ বলেন, ‘’আমি ছাড়া আরিয়ানকে অন্য কেউ লঞ্চ করতে পারে না। ওকে আমিই লঞ্চ করব।’’

নতুনদের অভিনয়ে নিয়ে আসার ক্ষেত্রে বলিউডে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় করণ। ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবিতে পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ ও বরুণ ধবনকেও লঞ্চ করেছিলেন করণ।

করণ এর কাছে জানতে চাওয়া হয়, তার বেশিরভাগই ছবিতেই কেন শাহরুখ থাকেন? এর উত্তরে করণ জানিয়েছেন, শাহরুখই তাকে পরিচালক হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন, পাশেও দাঁড়িয়েছিলেন। শাহরুখের মধ্যে একটা অন্য রকম স্পার্ক রয়েছে।

আরিয়ানের ইতিমধ্যেই ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। তার মধ্যেই আরিয়ানের অভিনয়ে আসার খবরে এখন চড়ছে প্রত্যাশার পারদ।

Print Friendly, PDF & Email

Related Posts