বিডি মেট্রোনিউজ || মাত্র বাইশ বছরেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন জেনিফার লরেন্স৷ ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এ দুর্দান্ত অভিনয়ের সুবাদেই এই পুরস্কার এসেছিল তাঁর ঝুলিতে৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে৷
‘আমেরিকান হাসল’ ও ‘হাঙ্গার গেমস’-এর মতো ছবিতে অসাধারণ অভিনয়ের পর হলিউডে নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন জেনিফার৷শুধু অভিনয়তেই জেনিফার থেমে থাকেননি৷অ্যামি শুমারের সঙ্গে একটি ছবির চিত্রনাট্যও লিখে ফেলেছেন৷
অভিনয়, চিত্রনাট্যের পর এবার পরিচালনাতেও অভিষেক হচ্ছে জেনিফারের। খুব শীঘ্রই একটি ছবির ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ হচ্ছেন হলিউড ডিভা। এক সাক্ষাৎকারে জেনিফার নিজেই সেকথা স্বীকার করেন।
তিনি জানিয়েছেন,‘ রাসায়নিক অস্ত্রসস্ত্রের উপর ভর করেই ছবির বিষয়বস্তু৷ কিন্তু সেখানে মিশবে কমেডি৷আশা করি সকলের ভালো লাগবে৷’