বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রেম করছেন চিত্রনায়িকা পরীমনি । পরীমনি যে প্রেম করছেন, তা অনেকেই জেনে যান তার সর্বশেষ জন্মদিন ২৪ অক্টোবরে। তবে প্রেমিক কে, তা জানার জন্য অপেক্ষা করতে হলো এতদিন।
চলচ্চিত্রে অভিনয় শুরুর পর পরীমনির আংটিবদলের ছবি আর প্রেম-বিয়ে নিয়ে অনেক খবর প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। কিন্তু কোনোটির ব্যাপারেই পরীমনি মুখ খোলেননি। এবার তিনি ফেসবুকে নিজের সম্পর্কের কথা প্রকাশ করেছেন পরীমনি।
‘লাভগুরু’র সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা পরীমনি। এফএম রেডিওর শ্রোতাদের কাছে খুব জনপ্রিয় এই ‘লাভগুরু’ একজন সাংবাদিক। নাম তামিম হাসান। প্রায় বছরখানেক ধরে তারা প্রেম করছেন গোপনে। গতকাল ১২ জুলাই ছিল তামিম হাসানের জন্মদিন। এই দিন তাদের প্রেমের বিষয়টি সামনে চলে আসে।
প্রেম, বিয়ে, সংসার নিয়ে টু শব্দটি করেননি তারা। তবে সবাইকে চমকে দিয়ে দুজনে আনুষ্ঠানিকভাবে বদলালেন ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস। আজ বৃহস্পতিবার ভোরে তারা লিখেছেন, ‘ইন আ রিলেশনশিপ উইথ…।’
পরীমনি আরও লিখেছেন, ‘আজ বৃষ্টি রাতের এক বছর…’। তামিম ও পরীমনির কাছের বন্ধুদের মতে, তাদের প্রেমের বয়স এক বছর হলো।