শাহ আলম বাদশা
Criticism কী?
ইংরেজি Criticism এর অর্থ সমালোচনা। এর সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায়, সমালোচনা=সম (সমান)+আলোচনা। আর এর সহজ মানে হচ্ছে, যার সমালোচনা করা হবে, হোক সে বই বা মানুষ, তার ভালো ও মন্দদিকগুলো আইনি এবং যৌক্তিক পন্থায় ভদ্রোচিত ভাষায় বিশ্লেষণ করা। রাগ-বিরাগমুক্ত হয়ে নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতার সাথেই তা করতে হবে। সমালোচনার উদ্দেশ্য কখনোই কাউকে বা কারো বইকে হেয় করা নয় বরং বই বা ব্যক্তির ভুলত্রুটিগুলো দূর করতে অনুপ্রেরণা দেয়া। তবে এরজন্য ন্যূনতম যোগ্যাতাও থাকা চাই।
সাহিত্যের বই হলে সমালোচনার ভাষা হবে সাহিত্যমানসম্মত, ধর্মীয় বই বা বিজ্ঞানভিত্তিক বই হলে তার সমালোচনার নিয়ম ও সীমারেখাও মানতে হবে। তবে Comment আর Criticism কখনোই একজিনিস নয়, যা অনেকেই বুঝতে ব্যর্থ হই। প্রায়ই আমরা নিজের অজ্ঞতা, আঁতেলভাব ও অহংবোধের কারণে বই বা লেখাকে টার্গেট না করে লেখকের প্রতিই ব্যক্তি-আক্রমন করে বসি, যা সাহিত্যের সাথে যায় না। এমন আচরণ অসংস্কৃতনা ও অভদ্রলোকের পক্ষেই মানায়। সমালোচককে হতে হয় বন্ধু। যে সমালোচক শত্রুতে পরিণত হয়, তা তারই চরম ব্যর্থতা বৈকি!
সমালোচনা এমন বন্ধুসুলভভাবেই করতে হবে সমালোচিত ব্যক্তি যেন, তার ওপর সন্তুষ্ট হয়। তাহলেই তিনি সার্থক সমালোচক। অনেকের উদ্দেশ্যই থাকে সমালোচনার নামে বাঁশ দেয়া, এরা কালপ্রিট। সাপের মাথায় মণি থাকলেও যেমন পরিত্যাজ্য, তেমনই তাকে এড়িয়ে চলাই উত্তমপন্থা। তার সাথে তর্কবিতর্ক করে সময় ও পরিবেশ দূষিত করা বুদ্ধিমানের কাজ নয়।
Comment কী?
সমালোচনার ক্ষেত্রে “ভালো” বা “মন্দ” মতামত দিতে হলে পক্ষেবিপক্ষে সুন্দর যুক্তি দিতে হয়। এককথায় তাই সমালোচনা করা যায় না। কিন্তু মন্তব্য হয় এককথায় এবং ভালোলাগা বা মন্দলাগার কথাই প্রকাশ করতে হয় অল্পকথায়। এক্ষেত্রেও ব্যক্তি-আক্রমনের সুযোগ নেই। লেখক বা ব্যক্তি মন্তব্যে খুশি না হলে বা নেগেটিভ মতামতের জন্য বিনয়ের সাথে ব্যাখ্যা চাইতেই পারে। মন্তব্যকারী ব্যাখ্যা দিলে, তখন তার আর মন্তব্য থাকে না, সমালোচনাই হয়ে যায়। মন্তব্যক ব্যাখ্যা দিতে বাধ্যও নয়।
শাহ আলম বাদশা : ছড়াকার