রফির স্মরণে শুনুন তার গাওয়া গান

মোহাম্মদ রফিকে সঙ্গীত পরিচালক নওশাদ আলী বলতেন ভারতের আধুনিক তানসেন। মান্না দে বলেছিলেন, ‘রফির মতো গায়ক ভারতবর্ষ আর পায়নি।’

দীর্ঘ ৩৫ বছরের কেরিয়ারে শচীন দেব বর্মন, সলিল চৌধুরী, শঙ্কর-জয়কিষেণ, লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল, ও পি নাইয়ারসহ প্রায় সব বড় বড় সঙ্গীত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন রফি। আশা ভোঁসলের সঙ্গে রফির অনেক গানই আছে অমর হয়ে।

https://www.youtube.com/watch?v=FGfzurkujjQ

মোহাম্মদ রফি হিন্দিসহ কোনকানি, উর্দু, ভোজপুরি, উড়িয়া, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, সিন্ধি, কানাড়া, গুজরাটি, তেলেগু, মাঘি, মৈথিলি, অহমীয়া ইত্যাদি ভাষায় গান গেয়েছেন। এছাড়াও তিনি গান গেয়েছেন- ইংরেজি, ফার্সি, স্প্যানিশ ও ডাচ ভাষায়।

মোহাম্মদ রফি, ব্রিটিশ ভারতে সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। হিন্দি সিনেমায় প্লে-ব্যাক করা এই শিল্পীর গান আজো কদর পায় শ্রোতাদের কাছে।

মোহাম্মদ রফি ১৯৮০ সালের আজকের দিনে (৩১ জুলাই) মারা যান। তার জন্ম ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে।

Print Friendly, PDF & Email

Related Posts