সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিড়ি শিল্প নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা।  বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এমকে বাঙালি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল, গবেষণা প্রতিষ্ঠান আরডিএসের সাধারণ সম্পাদক জান্নাত-এ-ফেরদৌসি, ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সম্পাদক হারিক হোসেন, প্রণব দেবনাথ প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে তামাক ও তামাকজাত পণ্যের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ভবিষ্যতে দেশে আর কমদামি বিড়ি-সিগারেট থাকবে না। দামে কম এসব তামাক পণ্য স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর।’

Print Friendly, PDF & Email

Related Posts