তৌহিদ মিজান []
৭ অগাস্ট যদি আপনার #এয়ারটেল কানেকশান এ কোন প্রকার ঝামেলা দেখতে পান (মানে #নেটওয়ার্ক দেখা যাচ্ছে না বা কল যাচ্ছে না বা থ্রীজী নেই) তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করতে পারেনঃ
১# তাৎক্ষনিক ভাবে আপনি আপনার মোবাইল ফোনটি বন্ধ করে আবার চালু করবেন ( পাওয়ার বাঁটন নষ্ট থাকালে এয়ারপ্লেন মুড (✈) দিয়ে ও করতে পারেন)
২# ব্যাটারি খুলে আবার চালু করুন (নন রিমুভএবল ব্যাটারি ( ⚡ ) হলে পানিতে ভিজিয়ে নিতে পারেন)
৩# সিম খুলে আবার লাগান ( ইজেক্ট পিন ( ⚷ ) ইউজারা তাৎক্ষনিক পিন না পেলে বান্ধবির সেইফটি পিন ব্যবহার করতে পারেন)
৪# এর পর ও যদি আপনার এয়ারটেল সিমে নেটওয়ার্ক না আসে তাহলে আপানার প্রিয় ফোনটাকে ( 📱 ) রেখে সিম কার্ড টি অনেক দূরে ফেলে দিন ⚠ ।
হায়রে ১০ বছরের ভালবাসার নেটওয়ার্ক প্রথমে ওয়ারিদ তারপর এয়ারটেল তারপর রবি।
আমি সেই ২০০৭ থেকে ওয়ারিদ ব্যবহার করি। এর পর ২০১২ সাল থেকে একটি পোষ্ট পেইড ব্যবহার করছি।
সত্যি বলতে কি মোবাইলের স্ক্রিনে BGD ROBI AXIATA লেখাটা দেখতেও কেমন পর পর মনে হচ্ছে।
সেই দিন তো আমার এক বন্ধু (১০ বছর ওয়ারিদ তারপর এয়ারটেল ইউজার) বলেই ফেলল “I hate #Airtel” 🙁
বি.দ্রঃ “ওয়ারিদ টেলিকম লিমিটেড” ১০ মে, ২০০৭ সালে ৬১ টি জেলায় নেটওয়ার্ক কভারেজ প্রদানের মাধ্যমে এবং ৭০% জনসমষ্টিকে ঘিরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল ।
ফেসবুক থেকে