বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এমন বিজ্ঞাপন লজ্জার! আর তাই সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপনকে নিষিদ্ধ করলেন গোয়া বিধায়করা। নির্দেশ দিলেন, গোয়ার রাস্তায় চলমান যেসব বাসের গায়ে ওই বিজ্ঞাপন আছে, তা যেন অবিলম্বে সরিয়ে দেওয়া হয়।
ম্যানফোর্স কন্ডোমের হয়ে বেশকিছু বিজ্ঞাপন করেছেন সানি লিওন। বেশ কিছুদিন ধরেই বাসের গায়ে ‘পর্নশ্রী’-র কন্ডোম বিজ্ঞাপন নিয়ে বিতর্ক চলছিল। বিজ্ঞাপনে সানির ‘উত্তেজক’ ছবির সঙ্গে ছিল কন্ডোমের প্যাকেটের ছবি।
বিতর্ক ওঠে, বাসের গায়ে এমন বিজ্ঞাপন অস্বস্তিকর। আপত্তি তোলে গোয়া মহিলা কমিশনও। গোয়া জনপ্রতিনিধিদের অনেকেই এমন বিজ্ঞাপনকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন। ছাত্রছাত্রীদের উপর এর ‘কুপ্রভাব’ পড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকে।