মেট্রো নিউজ : শেষ হল ভারতীয় ক্রিকেটের আরও এক গৌরবময় অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানালেন জহির খান। তবে ২২ গজের মায়া একে বারে ত্যাগ করছেন না ৩৭ বছরের বাঁহাতি এই পেসার। খেলবেন আইপিএল নাইনে।
১৫ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু জহিরের। ২০০০ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক। একই বছরে কেনিয়ার বিরুদ্ধে শুরু করে ছিলেন ওয়ানডে কেরিয়ারও। বছরের নিরিখে ১৫টা নেহাত কম না হলেও চোট আঘাতে জর্জরিত এই পেসারের ঝুলিতে ম্যাচের সংখ্যা খুব বেশি নয়। খেলেছেন মাত্র ৯২টি টেস্ট। যদিও ঝুলিতে উইকেটের সংখ্যা নেহাত কম নয়। টেস্টে তাঁর শিকার ৩১১।
জাহিরের আসলি কেরামতি কিন্তু ৫০ ওভারের ম্যাচে। আপাত শান্ত এই পেসারের চেহারাটা বল হাতে নিলেই বদলে যেত। উল্টো দিক থেকে ছুটে আসছেন জহির, আর ব্যাটসম্যানের হাঁটুতি কাঁপুনি নেই, আন্তর্জাতিক ক্রিকেটে এই ছবি কল্পনাই করা যায় না।
২০০৩, ২০১১ —বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি জহিরের ওয়ান ডে-তে সংগ্রহ ২৮২। সংখ্যাতত্ত্ব বলছে অনিল কুম্বলে, হরভজন সিংহ, কপিল দেবের পর জহির খানই ভারতের সর্বকালের সেরা বোলার।