রুবাইয়াত
এক
জীবন-ভূমে কালের রেখা লম্ব হলো কোন যে ফাঁকে,
সেদিক কভু যায়নি নজর মত্ত ছিলাম গান-হাঁকডাকে।
নব্বই ডিগ্রি কোণটা রোজই হচ্ছে বড় ক্রমে ক্রমে,
একশআশি ডিগ্রি হলেই জাগব না আর কারো ডাকে।
দুই
ডুবল বেলা চারিদিকে করল গ্রাস ঘোর অন্ধকার,
বলল সাকী এমন ক্ষণে নাও করে এই মন পরিস্কার।
পিয়ায় সুরা, কি এক আলো উঠল জ্বলে হৃদয়-ঘরে,
ম্লান হয়ে যায় জীবন মাঝে ছিল যত খাত-অহংকার।