দীপিকাকে বিয়ের প্রস্তাব রণবীরের!

বিডি মেট্রোনিউজ ডেস্ক || অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পা দিলেন ৩০ বছরে। মঙ্গলবার সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন বলিউডের ‘পিকু’। কিন্তু জন্মদিনে দীপিকাকে বোধহয় সবচেয়ে সেরা উপহার দিলেন তার ‘বয়ফ্রেন্ড’ রণবীর সিং।

এ দিন প্রকাশ্যে দীপিকাকে পরোক্ষে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেললেন রণবীর! তিনি বলেন, ‘আমি এই আশা নিয়েই বেঁচে থাকতে চাই যে, দীপিকার সঙ্গে আমার সম্পর্কের একটা ভালো পরিণতি হবে। আমরা দুজনে একসঙ্গে জীবন কাটাব।’
এত বড় সারপ্রাইজ পাবেন তা হয়তো ভাবতে পারেননি দীপিকাও। তবে এ নিয়ে প্রকাশ্যে মুখও খোলেননি পর্দার ‘মাস্তানি’।
আবার এ দিনেই নিজের আক্ষেপের কথাও প্রকাশ্যে জানালেন রণবীর। তিনি জানিয়েছেন, যে সব ছবিতে দীপিকা তার নায়িকা সেখানেই চিত্রনাট্যের দাবি মেনে শেষ পর্যন্ত নাকি তার মৃত্যু হয়। কিন্তু রিল লাইফে যাই হোক না কেন রিয়েল লাইফে এই অবস্থার পরিবর্তন চান নায়ক।
এদিকে, জ্যোতিষীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ২০১৬ সালে রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে নায়িকার। তবে তা নাকি বিয়ে পর্যন্ত গড়াবে না!
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
Print Friendly, PDF & Email

Related Posts