বিডিমেট্রোনিউজ ॥ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট তাঁর বাবার কোনো আচরণে কেউ ব্যথা পেলে তা মাফ করে দিতে অনুরোধ করেছেন। একই সঙ্গে সবার কাছে তাঁর বাবার রুহের মাগফিরাতও কামনা করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে রাজ্জাকের জানাজা শুরুর আগে সম্রাট এসব কথা বলেন।
জানাজায় উপস্থিত সবার উদ্দেশে সম্রাট বলেন, ‘আমার বাবা দীর্ঘ দিন ধরে আপনাদের সঙ্গে কাজ করেছেন। এই কাজ করতে গিয়ে অথবা ব্যক্তিগত কোনো কারণে বাবার কোনো আচরণে কেউ কোনো ব্যথা পেয়ে থাকলে তা মাফ করে দিয়েন। আর বাবার কাছ থেকে কারো যদি কোনো দেনা-পাওনা থাকে তা আমাদের জানাবেন। আমরা তিন ভাই তা পরিশোধ করার ব্যবস্থা করব।’
সম্রাট আরো বলেন, ‘হাসপাতালে আমার বাবা মারা যাওয়ার সময় আমাদের পরিবারের অনেকেই ছিলেন। সবাই বাবার জন্য মাগফিরাত কামনা করবেন।’
আগামী শুক্রবার গুলশান আজাদ মসজিদে রাজ্জাকের রুহের মাগফিরাত কামনায় মিলাদের আয়োজন করা হবে বলেও জানান সম্রাট।
জানাজা শেষে নায়করাজ রাজ্জাকের লাশ হিমঘরে রাখা হবে।
এর আগে আজ মঙ্গলবার বিকেলে নায়করাজের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, রাজ্জাকের দাফন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। তাঁর ছেলে বাপ্পি দেশের বাইরে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোরশেদ আলম খসরু বলেন, ‘নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে বাপ্পি বিদেশে অবস্থান করছেন। বাবার মৃত্যুর খবর পাওয়ার পরও তিনি টিকেট পাচ্ছিলেন না দেশে আসার।’