হাজী মো. কাউছ মিয়া সাতাশিতেও প্রাণবন্ত

মো. মফিজুর রহমান খান বাবু ॥ ছিয়াশি পেরিয়ে সাতাশিতে পা রাখলেন বাংলাদেশের বর্ষীয়ান ব্যবসায়ী ও প্রখ্যাত সমাজসেবক চাঁদপুরের কৃতী সন্তান হাজী মো. কাউছ মিয়া। এই ২৬ আগস্ট তাঁর ৮৭তম জন্মদিন। ১৯৩০ সালের এ দিনে তিনি চাঁদপুরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বয়স ছিয়াশি ছাড়ালেও এখনো প্রাণবন্ত তিনি।

কাউছ মিয়া মনে করেন- মানুষ যদি সুস্থ থাকে, মনের দিক থেকে সেই মানুষটির ভালো থাকাটা স্বাভাবিক। তাঁর বয়স হয়েছে বলে তিনি মনে করেন না। এখনো প্রতিদিন একটানা ১০ থেকে ১২  ঘণ্টা নিজের ব্যবসা পরিচালনা করেন। ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত টানা ৬৭ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।
সফল ব্যবসায়ী হিসেবে অর্জন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সিআইপি মর্যাদার সর্বাধিক অ্যাওয়ার্ড। দেশের রাজস্ব খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের মধ্যে একবার প্রথম স্থানসহ সর্বোচ্চ আয়করদাতার টানা ১১বার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন তিনি। রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড প্রাপ্তির বিরল রেকর্ডের অধিকারী হাজী মো. কাউছ মিয়া চাঁদপুরবাসীর গৌরব।
জন্মদিনে তিনি আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করছেন।
Print Friendly

Related Posts