ইভটিজিং রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বীরমুক্তিযোদ্ধা, গণতন্ত্রী পার্টির ঢাকা মহানগর সভাপতি এড. আব্দুল গনি’র উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আরশ আলী ও ডাঃ শাহাদাত হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন যে, দেশে যেভাবে ইভটিজিং ও ধর্ষণের প্রবণতা বাড়ছে তা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো অধিক তৎপর হতে হবে। নতুবা দেশে তা সামাজিক ব্যাধি রূপে রূপান্তরিত হতে পারে।
নেতৃদ্বয় আরো বলেন, পুলিশ হেডকোয়ার্টারের কিছু দূরে বখাটে কর্তৃক যখন একজন সাধারণ মেয়ের উপর ইভটিজিং করা হচ্ছিল তখন ঢাকা মহানগর সভাপতি এর প্রতিবাদ করলে তারা তার উপর আক্রমন করে তাকে আহত করে। কিন্তু অদূরে ট্রাফিক ও কিছু পুলিশ অবস্থান করা সত্ত্বেও এগিয়ে আসেনি। তাই সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ইভটিজিং ধর্ষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
Print Friendly

Related Posts