বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না : শামা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোটে বিশ্বাস করে না।’ তিনি আরো বলেন, ‘প্রশাসনকে সরকারি স্বার্থে ব্যবহার না করে জনগণের স্বার্থে ব্যবহার করুন।’

আজ শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলার আছাদ মাতুব্বারের বাড়িতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে শামা ওবায়েদ এসব কথা বলেন। সালথা উপজেলা বিএনপি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপিকে জালিম সরকারের স্বৈরাচার, অত্যাচার ও  ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয়ের ব্যাপারে কাজ করে যেতে হবে।’

উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ পারভেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সিনিয়র সহসভাপতি মনির হোসেন মোল্যা, উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সহসভাপতি শাহীন মাতুব্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সালথা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান লিটন প্রমুখ।

অনুষ্ঠানে থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের বিপুল নেতাকর্মী তাঁদের সদস্য ফরম সংগ্রহ করে।

Print Friendly

Related Posts