বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ফের এক ফ্রেমে ধরা দিলেন বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা। কয়েক দিন আগেই শ্রীলঙ্কায় গাছ লাগিয়ে ‘গো গ্রিন’ প্রেমে মজেছিলেন তাঁরা। আবার একসঙ্গে শপিং করতেও দেখা গিয়েছিল দুই ‘লভ বার্ড’কে। ‘বিরুষ্কা’র সেই সব ‘লাভি ডাভি’ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছিল। এ বারও হল তাই।
জুটিকে একসঙ্গে দেখা গেল একটি বিজ্ঞাপনের শুটিং-এ। এর আগেও একসঙ্গে শুটিং করেছেন বিরাট-অনুষ্কা। তবে এ বারেরটা যেন একটু স্পেশ্যাল। অন্য রকম। একেবারে ‘এথনিক’ লুকে, ভারতীয় পোশাকে ‘গর্জাস’ দেখাচ্ছে দুই তারকাকেই।
সবচেয়ে মজার ব্যাপার, শুটিংয়ের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তার মধ্যে একটিতে বিরাট-অনুষ্কার জমজমাট কেমিস্ট্রি বোঝা যাচ্ছে। মানে প্রেম যে অফ-স্ক্রিন-অন-স্ক্রিন জমে ক্ষীর, সেটা হাতেনাতে ধরা পড়েছে। ছবিতে অনুষ্কার চোখ ক্যামেরার লেন্সে থাকলেও, বিরাট কিন্তু চোখ সরাতেই পারছেন না তাঁর ‘লেডি লভ’-এর থেকে।
চোখে চোখে অনুষ্কাকে কী বলছিলেন বিরাট?