বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রজনী এখনও ঝুলিয়ে রেখেছেন। কিন্তু সোজাসাপটা কমল হাসান। নতুন রাজনৈতিক দল তৈরির ইচ্ছের কথা তিনি আর গোপন করছেন না। বরং পরিষ্কার বলছেন, রাজনীতিতে আসার পর রজনীকান্তেরই হাত ধরবেন তিনি।
কমল জানিয়েছেন, যদি মানুষ চায়, তবে তিনি রাজনীতিতে আসবেন। তাঁর কথায়, আমি কি আমার নাতি নাতনির জন্য সম্পত্তি করতে রাজনীতিতে আসছি? আমি নানা বিষয় নিয়ে মুখ খুলব, সমস্ত মঞ্চে মুখ খুলব। তবে কোনও দলে নাম লেখাবেন না কমল, নিজের দল খুলবেন। তাঁর প্রশ্ন, যদি রজনীকান্ত রাজনীতিতে আসেন, আমি কি তাঁর সঙ্গে হাত মেলাব না? সিনেমায় আমরা প্রতিদ্বন্দ্বী ঠিকই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় আমাদের।
রজনীকান্ত এখনও পরিষ্কার করে জানাননি, তিনি রাজনীতিতে আসবেন কিনা। কমল কিন্তু বারবারই বোঝাচ্ছেন, বিষয়টি নিয়ে তিনি সিরিয়াসলি ভাবনাচিন্তা করছেন। এমনও ইঙ্গিত দিয়েছেন, আগামী মাসে তামিল বিগ বস রিয়্যালিটি টিভি শোয়ের কাজ শেষ হলে রাজনীতিতে আসার কাজে হাত দেবেন তিনি।
শেষ কয়েক মাস ধরে তামিলনাড়ুর এআইএডিএমকে সরকারের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক টুইট করছেন কমল। তিনি ও রজনী বিরোধী দল ডিএমকের সভায় গিয়েছেন। এ মাসের শুরুতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেছেন কমল। বলেছেন, গেরুয়া নয়, বামঘেঁষা রাজনীতিই করবেন তিনি।