বিডি মেট্রোনিউজ॥ রোগীরা এসে দেখেন ডাক্তার চেয়ারে মাথা হেলান দিয়ে বসে আছেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে চেয়ার থেকে নামানোর পর দেখা যায় তার বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলায় দিন দুপুরে এক হোমিপ্যাথ চিকিৎসককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলেখাল বাজারে তার চেম্বারে হত্যার এক ঘটনা ঘটে বলে সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান। নিহত সমির আলি বিশ্বাস (৮৫) উপজেলার কালুহাটি গ্রামের মৃত সুরত আলি বিশ্বাসের ছেলে।