বিডি মেট্রোনিউজ ডেস্ক॥ শুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার সকালের ঘটনা। তিনি তাঁর নতুন ছবি ‘টিই৩এন’-র জন্য শুটিং করছিলেন। সুজয় ঘোষ প্রযোজিত এই ছবির শুটিং চলছে কলকাতাতেই। শুটিং চলাকালীনই তাঁর দুর্ঘটনা ঘটে।
তবে অমিতাভের চোট গুরুতর নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। ভক্তদের উদ্দেশে নিজে টুইট করে তাঁর সুস্থ থাকার খবরও দিয়েছেন তিনি।
টুইটে তিনি লিখেছেন, ‘‘শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছি। এখন ঠিক আছি।’’ তবে শ্বাস-প্রশ্বাসে তাঁর সমস্যা হচ্ছে। পাঁজরে সামান্য ব্যাথাও রয়েছে। সম্পূর্ণ ঠিক হতে কম করে ৪৮ ঘণ্টা লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খোলসা করে জানাননি তিনি।
এর মধ্যেও তিনি ‘ওয়াজির’-এর প্রোমোশন করতে ব্যস্ত। শুক্রবারই ওয়াজির মুক্তি পাওয়ার কথা। এ দিন সন্ধ্যায় ‘ওয়াজির’ উপলক্ষে সাউথ সিটিতে যাওয়ার কথাও আছে তাঁর।