নেইমারের আয় ঘণ্টায় চার লাখ টাকা!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) নেইমারকে বিপুল পরিমাণ অর্থ দেয় এটা এখন আর আশ্চর্যের কিছু না। কিন্তু প্রতি ঘণ্টায় ব্রাজিল তারকার আয় যে পরিমাণ, সেটা অনেকেরই চোখ কপালে তুলবে। বাংলাদেশি মুদ্রায় ঘণ্টায় প্রায় চার লাখ টাকা (৩ লাখ ৯২ হাজার) আয় করেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারকিড।

সেখানে দিনের হিসাবে নেইমারের আয় এক লাখ ইউরো করে, যা বাংলাদেশি মুদ্রায় ৯৮ লাখ টাকা। তার মাসিক বেতন ৩০ লাখ ৬৯ হাজার ৫২০ ইউরো বা ৩০,০৮,১২,৯৬০ টাকা।

ফুটবলের উইকিলিকস খ্যাত ‘ফুটবললিকস’র বরাতে নেইমারের আয়-উপার্জনের এই খবর দিয়েছে জার্মান পত্রিকা ডের স্পিগেল।

প্যারিসে যে বাড়িতে নেইমার থাকেন সেটি পিএসজির ট্রেনিং গ্রাউন্ড থেকে ৯ কিলোমিটার দূরে। ডের স্পিগেল জানিয়েছে, নেইমারের বাাড়িতে ২৪ ঘণ্টাই তার দেহরক্ষীরা পাহারায় থাকেন।

অনেক নাটকের পর ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। ফ্রান্স জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত নেইমারের পারফরম্যান্স অসাধারণই বলা চলে।

Print Friendly

Related Posts