ভোগ ম্যাগাজিনের ফটোশ্যুটে এবার কার সাথে শাহরুখ!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শাহরুখ খান সবসময়ই ক্ষমতাশালী নারী দ্বারা বেষ্টিত হয়ে থাকতে ভালবাসেন।

একসময় তাকে দেখা গিয়েছিল একটি সাবানের বিজ্ঞাপনের জন্যে হেমা মালিনী, জুহি চাওলা, শ্রীদেবী, করিনা কপূর খানেদের মাঝে বাথটবে বসে থাকতে।

এবার তাঁকে দেখা গেল দেশের ক্ষমতাশালী মহিলাদের মাঝে দাঁড়িয়ে ভোগ ম্যাগাজিনের ফটোশ্যুটে। তার একদিকে ছিলেন মিথিলা রাজ, অপরদিকে ছিলেন নীতা অম্বানি।

চলতি বছরে ব্যাট হাতে বিশ্বকাপের বাইশ গজ মাতিয়েছেন৷ এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনে সমান তালে ছক্কা হাঁকাচ্ছেন ঝুলন-স্মৃতিদের অধিনায়িকা৷ কালো রঙের জাম্প স্যুট আর মেরুণ রঙা চুল, এটাই এখন মিতালি নিউ ট্রেন্ড৷ সোশ্যাল মিডিয়ায় মিতালির সেই ‘হটেস্ট’ লুকই ভাইরাল৷

ভোগের দশ বছর পূর্তিতে অক্টোবর সংখ্যায় তিনটি প্রচ্ছদের ম্যাগাজিন প্রকাশ করেছে সংস্থা৷ প্রথম প্রচ্ছদে রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম কর্ণধার নীতা আম্বানি ও মিতালির সঙ্গে শাহরুখকে কাস্ট করেছে ফ্যাশন ম্যাগাজিনের এই সংস্থা৷ দ্বিতীয় প্রচ্ছদে করণ জোহরের সঙ্গে এক ফ্রেমে পাওয়া গিয়েছে অনুষ্কা শর্মা,টুইঙ্কেল খান্না ও সোনম কাপুরকে৷ আর তৃতীয় প্রচ্ছদে আলো কেড়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷

Print Friendly, PDF & Email

Related Posts