বিডিমেট্রোনিউজ ॥ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘ডুব’। ইতিমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ২৭ অক্টোবর সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমাটির মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার ট্রেইলার প্রকাশ করা হয়। ‘ডুব’ সিনেমাটির ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমায় তার সহ-শিল্পীরা হলেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী এবং কলকাতার পার্ণো মিত্র, ব্রাত্য বসু।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোম্পানি।
মুক্তি পাওয়ার আগেই ‘ডুব’ সিনেমাটি রাশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরে নয়টি দেশের ১০টি সিনেমার সঙ্গে লড়ে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে। এর আগে সিনেমাটি চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়।
সিনেমাটি নির্মাণের পর থেকেই রয়েছে আলোচনায়। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ড আটকে রেখেছিল চলচ্চিত্রটি।