লিপু খন্দকারের পরিচালনায় আসছে ‘লাভ ওয়াচ’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এবার পরিচালক লিপু খন্দকার নির্মাণ করলেন অন্যরকম ভালবাসার গল্পে একঘণ্টার নাটক ‘লাভ ওয়াচ’।

গল্পের কাহিনী হচ্ছে- নায়িকা ফারিয়া তার প্রেমিক নিশোকে একটি ঘড়ি উপহার দেয়। নিশোকে খুব যত্ন নিয়ে রাখতে বলে ঘড়িটি। কারণ যখন এই ঘড়িটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন সে তার প্রিয় ভালবাসার মানুষ ফারিয়াকেও হারিয়ে ফেলবেন তিনি। তাই ঘড়িটি নিশো নিজের চোখের আড়াল হতে দেয় না। একদিন রাতে হঠাৎ করে ঘড়িটি চুরি হয়ে যায়। সেই থেকে শুরু হয় নানাধরনের সমস্যা। উদ্ধার করতে পারে না সেই ঘড়িটি। নিশো খোঁজ-খবর নিয়ে একটি এলাকার চোরকে ধরে তাকে নিয়ে শুরু করে ঘড়িটি উদ্ধারের চেষ্টা। এভাবেই গল্পটি এগিয়ে যায়।

lipu-1

পরিচালক লিপু খন্দকার জানান, ‘লাভ ওয়াচ’ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচার হবে খুব শিগগিরই । ভিন্নরকমের গল্প এটি। দর্শক খুব মজা পাবেন এই নাটকটি দেখে। এই নাটকে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন- গোলাম কিবরিয়া তানভীর, এসকে মেহেরিমা, শিশির আহমেদ, নিশা চৌধুরী, নুসরাত রাইপি, রিয়া, আহমেদ সাজু, সুমন আহমেদ ও সুমন রেজা প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts