বিডি মেট্রোনিউজ ॥ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের নবনির্বাচিত জাতীয় কার্যনির্বাহী কমিটির (২০১৫-২০১৮) প্রথম সভা নিউ বেইলী রোড, গাইড হাউজ হাতীয় কার্যালয়ে ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় সভানেতৃত্ব করেন জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম। সভায় জাতীয় কার্যনির্বাহী কমিটির ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের মধ্যে পদ বন্টন করা হয়। পদ বন্টন করা কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ-ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) এবং জনসংযোগ ও প্রচার কমিশনার। মাহফিয়া পারভীন- ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন)। সিরাজুম মুনিরা-আঞ্চলিক কমিশনার, রাজশাহী অঞ্চল। রাহেনারা বেগম-আঞ্চলিক কমিশনার, চট্টগ্রাম অঞ্চল। মৌছুফা বেগম- আঞ্চলিক কমিশনার, খুলনা অঞ্চল। মনোয়ারা বেগম-আঞ্চলিক কমিশনার, কুমিল্লা অঞ্চল। বেগম ফয়জুন নাহার শেলী- আঞ্চলিক কমিশনার, বরিশাল অঞ্চল। ফরিদা ইয়াসমীন- আঞ্চলিক কমিশনার, রংপুর অঞ্চল। রওশন ইসলাম- আঞ্চলিক কমিশনার, রাজধানী অঞ্চল। সাহেদা হোসেন চৌধুরী-আঞ্চলিক কমিশনার, ঢাকা অঞ্চল ও হলদেপাখি সম্প্রসারণ কমিশনার। বাবলী পুরকায়স্থ- আঞ্চলিক কমিশনার, সিলেট অঞ্চল। নূরজাহান আরা বেগম-সম্প্রসারণ গাইড কমিশনার। নিরূপা দেওয়ান-রেঞ্জার কমিশনার। রীতা জেসমিন- প্রশিক্ষণ কমিশনার। চাঁদ সুলতানা-ক্যাম্প কমিশনার। ডা: রাজিয়া সুলতানা (রোজী)- প্রকাশনা কমিশনার। ক্ষমারানী দাস-অর্থ কমিশনার। খন্দকার আফরোজা বেগম-সহযোগী কোষাধ্যক্ষ। ফেরদৌসী আক্তার ডলি- প্রকল্প কমিশনার। রওশন আরা খান-সদস্য। মারিয়া ইয়াসমিন- সদস্য। বেলা রানী সরকার – সদস্য।
নির্বাচিত সদস্যদের মধ্যে ৭জন ১৯ নভেম্বর শপথগ্রহণ করেননি তাঁদের শপথ বাক্য পাঠ করান জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম।
উল্লেখ্য গত ১৯ নভেম্বর, ২০১৫ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ৩৮ তম জাতীয় পরিষদ অধিবেশন ও নির্বাচনে সৈয়দা রেহানা ইমাম ২য় বারের মত বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার হিসেবে নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দিতায় কোষাধ্যক্ষ পদে ডাঃ আসমা বানু এবং যুবানেত্রী পদে ফারজানা সুলতানা নির্বাচিত হন।