স্কুলছাত্রীর নগ্ন ছবি তুলে গ্রেফতার শিক্ষক

বিডি মেট্রোনিউজ, দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক স্কুল-শিক্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতার স্কুল-শিক্ষক শহিদুল ইসলাম (৪৭) উপজেলার চকনওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, ওই শিক্ষক (৪৭) একই গ্রামের স্কুল পড়ুয়া এক মেয়ের নগ্ন ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে দৈহিক মেলামেশা করার অপচেষ্টা চালায়। বিষয়টি জানাজানি হলে ওই মেয়ের বাবা রবিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হলে অভিযুক্ত স্কুল-শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গ্রেফতারকৃতের কাছ থেকে অশ্লীল ছবি ধারণের একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
Print Friendly, PDF & Email

Related Posts