বিডি মেট্রোনিউজ॥ ঢাকাই চলচ্চিত্র জগতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি। যিনি এক সময় ঢালিউডের পর্দা কাঁপিয়েছেন তাঁর এখন চলচ্চিত্রে অভিনয়ের ব্যস্ততা নেই বললেই চলে। তবে বিশেষ দিনগুলির নাটকে দেখা যায় তাঁকে। বিজ্ঞাপনেও প্রায়ই দেখা যায়। সে ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপনে কাজ করার প্রসঙ্গে পপি জানিয়েছেন, ‘এটা কাজের ধারাবাহিকতা। মূলত চলচ্চিত্রে ব্যস্ত হতে চাই। কিন্তু নিজের মতো করে কাজ গোছানো এখন বেশ কঠিন। তবে বিজ্ঞাপনে নিয়মিত থাকব। তবে সেটা অবশ্যই মানসম্মত হতে হবে। এখন যে কাজটি করেছি সেটা খুবই ভালো একটি কাজ। সামনের কাজগুলোও ভালো হবে। আশা করছি দর্শকরা নতুন এক পপিকে দেখতে পাবেন।’
বলা যায় অডিও ভিসুয়াল মাধ্যমই তার বর্তমান কর্মক্ষেত্র। গেল বছরের শেষের দিকে একটি খাদ্যদ্রব্যের বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। বিজ্ঞাপনটি তৈরি করেছেন মোস্তফা রাজ। এ ছাড়াও আগামী মাসের মাঝামাঝি সময় আরও একটি বিজ্ঞাপনে তিনি অভিনয় করবেন বলে জানা গিয়েছে।