ভয়ংকর চেহারার পুলিশ

SI masud

বিডি মেট্রোনিউজ    ভয়ংকর চেহারার পুলিশ এই রাজধানীতে। এই পুলিশের নাম  মাসুদ শিকদার। তার বিরুদ্ধে অভিযোগ চমকে ওঠার মতো। রাজধানীতে অন্যান্য পুলিশের প্রতিও সন্দেহ বাড়িয়ে দিয়েছে মাসুদের কর্মকান্ড। পশ্ন উঠেছে, পুলিশ কি তবে নাগরিক যন্ত্রণা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতন করার অভিযোগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে তাকে প্রত্যাহার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের অভিযোগে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে রাব্বিকে আটকে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ পাওয়া যায় এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে।

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক পদে কর্মরত রাব্বি জানান, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদার শনিবার রাতে তাকে আটক করে থানায় না নিয়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়িতে রেখে নির্যাতন করেন এবং টাকা আদায়ের চেষ্টা চালান।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts