বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ দুইজন দুই ধর্মের অনুসারি হওয়ায় দুই ধর্মের রীতিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অসিন-রাহুল। দিল্লির ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে ২০ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলিউড অভিনেত্রী অসিনের।
দিল্লীর এক হোটেলে দুই দিনব্যাপী বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। একান্ত ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের পর্ব। দুই শতাধিক নিমন্ত্রিত অতিথির উপস্থিতিতে হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা দুইজন।
তেলেগু ও তামিল ভাষার জনপ্রিয় এই অভিনেত্রী ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান। এরপর বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেন তিনি। ‘লন্ডন ড্রিমস’, ‘রেডি’ ও ‘বোল বচ্চন’ ছবিতে দেখা গেছে তাকে।
সর্বশেষ ‘অল ইজ ওয়েল’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে অসিন ছাড়াও ছিলেন ঋষি কাপুর ও অভিষেক বচ্চন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া