বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকেট একশত টাকায়

বিডি মেট্রোনিউজ  ক্রিকেটপ্রেমিরা বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকেট কিনতে পারবেন সর্বনিম্ন একশত টাকায়। ইস্টার্ন স্ট্যান্ডের টিকেট এটি। সর্বোচ্চ এক হাজার টাকায় পাওয়া যাবে গ্রান্ড স্ট্যান্ডের টিকেট। এছাড়া পাঁচশ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ড, তিনশ টাকায় ক্লাব হাউজ ও দেড়শ টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকেট পাওয়া যাবে।

খুলনার ইউসিবি ব্যাংকে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকেট কিনতে পারবেন ক্রিকেট প্রেমিরা। জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ জানুয়ারি প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৭,২০ ও ২২ জানুয়ারি।

 

Print Friendly, PDF & Email

Related Posts