বিডি মেট্রোনিউজ, মৌলভীবাজার॥ এক মাছের দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা। পৌষ সংক্রান্ততিকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হওয়া ঐতিহ্যবাহী মাছের মেলায় উঠেছে আড়াই মণ ওজনের এই বাঘাইড় মাছ।
মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পাড়, মনুরমুখ, শ্রীমঙ্গল ঘাটের বাজার ও বড়লেখা-জুড়িসহ প্রায় ১০টি স্থানে বুধবার রাত থেকে বসেছে প্রায় দুইশত বছরের পুরনো এ মেলা।
সিলেট বিভাগের বিভিন্ন হাওড়-নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির এই বড় বড় মাছ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ ভিড় করছেন।
মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদীসহ সিলেটের বিভিন্ন হাওর বাওরের মাছ নিয়ে বসেছে তিন দিনব্যাপী এ মেলা। মাছ ছাড়াও মেলায় উঠেছে মাছ কাটা এবং ধরার সামগ্রীও।