বিডি মেট্রোনিউজ ॥ ভারতের নতুন হাই কমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় পৌঁছে হর্ষবর্ধন শ্রিংলা দুই দেশের অমীমাংসিত সব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।বৃহস্পতিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় এই কূটনীতিক। তিনি বলেন, “ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ। (আমি) দুই দেশের নেতাদের নেওয়া গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে কাজ করতে চাই।”
ভারতের ফরেন সার্ভিসের ‘উদীয়মান তারকা’ শ্রিংলা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সন্তান। এ দেশে আসার আগে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি ঢাকা-দিল্লি সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা বলেন।
গত দুই বছর থাইল্যান্ডে ভারতীয় দূতাবাসের দায়িত্বে ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকায় তিনি পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।
কূটনীতিক হিসেবে ৩০ বছরের ক্যারিয়ারে প্যারিস, হ্যানয় ও তেল আবিবের ভারতীয় দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন শ্রিংলা।