বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ দুরন্ত ফর্মে রোহিত শর্মা৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুটি ইনিংসে শতরান করলেন ভারতের ডানহাতি ওপেনার ব্যাটসম্যানটি৷ গাব্বাতে ১১০ বলে শতরান পূর্ণ করলেন তিনি৷ এই নিয়ে ওয়ানডে কেরিয়ারে দশম শতরানটি করে ফেললেন এই মুম্বইকর৷ সেই সঙ্গে অজিদের বিরুদ্ধে এটি তাঁর পঞ্চম শতরান৷ রোহিতের এদিনের ইনিংসটি ৮টি চার ও তিনটি ছ’য়ে সাজানো ছিল৷
শুক্রবার টস জিতে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ শিখর ধাওয়ান আগের ম্যাচের মতোই (৬) রানে আউট হওয়ার পর সেই বিরাট-রোহিত জুটিই ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যায়৷ দুজনেই অর্ধ-শতরান পূরণ করেন৷ কিন্তু এরপরেই দুই রান নিতে গিয়ে ৫৯ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি৷ যদিও এদিন ব্যাটিং বেশ ভালোই শুরু করেছিলেন ভারতের টেস্ট অধিনায়ক৷ কিন্তু ওয়ানডেতে এবি ডিভিলিয়ার্সের দ্রুততম ৭০০০ রানের রেকর্ডটি ভাঙার থেকে মাত্র ১৯ রান দূরে থেমে যান তিনি৷
এরপর ক্রিজে আসেন অজিঙ্ক রাহানে৷ তিনিও অর্ধ-শতরান পূর্ণ করে ক্রিজে রয়েছেন৷ তাঁর সংগ্রহ ৫০ বলে ৫০ রান৷ রাহানের সঙ্গে ক্রিজে আছেন রোহিত শর্মা(১১৫)৷ ভারতের রান ৪০.২ ওভারে ২৩৫ রানে দুই উইকেট৷