গাড়ি দুর্ঘটনায় ডোনা

বিডি মেট্রোনিউজ ডেস্ক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন ডোনা গঙ্গোপাধ্যায়। সিএবি-র সভাপতি ও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় আজ অল্পের জন্যে রক্ষা পেলেন। বেহালা চৌরাস্তায় স্টোন চিপস ভর্তি লরির সঙ্গে ডোনার মার্সিডিজ বেঞ্জ-এর ধাক্কা লাগে।

Saurav-Dona-1

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাইপাসের উপর দিয়ে বেহালায় বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় পিছন দিক থেকে আসা একটি গাড়ি তাঁর গাড়িতে বেশ জোরেই ধাক্কা মারে। ডোনার তেমন আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি।

 

সৌরভের এক পরিবারের সদস্যকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে মেয়ে সানাকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন ডোনা। জেমস লঙ সরণিতে ডোনার গাড়ির সঙ্গে লরিটির ধাক্কা লাগে। ঠাকুরপুকুর থানায় এবিষয় অভিযোগও দায়ের করা হয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লরির চালককে গ্রেফতার করা হয়েছে, এবং লরিটি বাজেয়াপ্তও করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts