আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আখতার-উজ-জামান, টঙ্গী থেকে মুসলিম উম্মাহ আর মানব জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এবার দু’দফায় বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন ৩২ জেলার মুসল্লিরা। এবারের প্রথম পর্বের মোনাজাত পরিচালনা করেন ভারতের প্রখ্যাত আলেম ও তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মুহাম্মদ সাদ। ঢাকা জেলার একাংশসহ ১৬ জেলার মুসলিল্লরা অংশ নিচ্ছেন এ শেষ পর্বে।

আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান দিয়ে তুরাগ নদীর তীরে বিশ্বের সকল অপশক্তি পরিহারসহ সংঘাত আর হানাহানির যেন পুণরাবৃত্তি না ঘটে তার জন্য এবারের শেষ পর্বে আখেরী মোনাজাত।

৫১তম বিশ্ব ইজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মারকাজের শুরা সদস্য ও বুজর্গরা বয়ান ও তরজমার মধ্য দিয়ে বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হলো ১৬০ একর জমি বেষ্টিত গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পাড়ে। বিশ্বের প্রায় ১০০ টি দেশের কয়েক হাজার বিদেশী তাবলীগ জামাতের পাশাপাশি লাখ লাখ মানুষ টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আল্লাহ পাক রাব্বুল আল-আমীনের কাছে একটি বিশেষ মোনাজাতের জন্য অংশ নিচ্ছেন।

ইজতেমার আভিধানিক অর্থ সমাবেশ। বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব মুসলিম সম্প্রদায়ের এ সমাবেশের মূল উদ্দেশ্য হলো শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারের মাধ্যমে নৈতিক উৎকর্ষ সাধন এবং আত্মশুদ্ধি অর্জন। জঙ্গীবাদ, ধর্মান্ধতা, মৌলবাদ, অশান্তি, হানাহানির বিপরীতে এই সমাবেশ বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে। আর এই দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে অন্তরের পরিশুদ্ধি লাভের প্রত্যাশায় বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়।

টঙ্গীর অদূরে তুরাগ নদের তীরে এই এজতেমায় প্রতিবছরই সমাবেশ ঘটে। পবিত্র হজের পর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুক্রবার দ্বিতীয় পর্বের প্রথম দিন ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে এজতেমার শেষ পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথম দিন জুমার নামাজ পড়তে সেখানে আশপাশ এলাকা থেকে বহু মুসল্লি যোগ দেন। পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য মুসল্লিদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় এবারের ইজতেমায়।

দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত মুসল্লি ছাড়াও ঢাকা-গাজীপুরসহ আশপাশ এলাকার লাখো মুসল্লি শুক্রবার জুমার নামাজে অংশ নেন। আর এর পরই বয়ান শুরু করলেন ভারতের মাওলানা মোহাম্মদ জোয়াহের ও দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ।

অনেক মুসল্লি নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন ও কাপড়ের সামিয়ানা টাঙিয়ে চট, হোগলা বিছিয়ে অবস্থান নিয়েছেন তাদের দ্বীন ও দনিয়ার প্রতি আখলাক, ঈমান ও আমলকে ইসলামের সঠিক দিক নির্দেশণায় নিয়ে যাওয়ার জন্য।  আর এই   হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দুই ধাপের শেষ পর্ব।

এ বছর প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ৮, ৯, ১০ জানুয়ারী। আর ১৫, ১৬ ও ১৭  জানুয়ারি (রোববার) শেষ হবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ।

Print Friendly, PDF & Email

Related Posts