বিডি মেট্রোনিউজ ॥ বন্দর খানবাড়ীর কৃতি সন্তান, পাকিস্তান আমলের জাতীয় ফুটবলার ও কোচ, বিশিষ্ঠ সংগীত গুরু এ সামাদ খান (৭৩) আর নেই। শনিবার (১৬ জানুয়ারী) রাত পৌনে ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে বন্দর কবরস্থানে বড়ভাই নারাযণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মরহুম জয়নুল আবেদীন খানের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
নামাজে জানাজায় বন্দরের বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ, ফুটবলার, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
জানা গেছে, এ সামাদ খান পাকিস্তান আমলে ওয়ারী ক্লাবসহ বিভিন্ন ক্লাবের হয়ে দীর্ঘদিন কৃতিত্বের সাথে ফুটবল খেলেন। এরপর তিনি বন্দর সিরাজদৌলা ক্লাবের স্বনামধন্য ফুটবল কোচ হিসেবে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন।
সামাদ খানের হাত ধরে ফুটবলে হাতেখড়ি হয়েছিলো জাতীয় ফুটবল দলের অধিনায়ক কিং ব্যাক মোনেম মুন্না, বাবুল দাস, সোহেল, শংকর দাস, বিদ্যুৎসহ অসংখ্য ফুটবলার। সঙ্গীতাঙ্গনেও ছিলো তার একচ্ছত্র আধিপত্য।
সংগীত গুরু এ সামাদ খান ৫১ বছর পূর্বে বন্দর সংগীত নিকেতন প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে সংগীত শিক্ষা প্রদান করেছেন।
এছাড়াও তিনি দেশসেরা গিটারিষ্টদের অন্যতম ছিলেন। এ সামাদ খানের মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করেন।