দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্লেয়ার অব দ্যা ম্যাচ সাব্বির

বিডি মেট্রোনিউজ, খুলনা   দ্বিতীয় ম্যাচে ওয়ালটন প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হলেন সাব্বির রহমান । দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বেশ আত্মবিশ্বাস নিয়ে সাব্বির রহমান রুম্মান বলেছিলেন দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারবেন তিনি। স্পিন বোলিংয়ের থেকে পেস বোলিংয়ে বেশি স্বাচ্ছন্দ পান সেটাও জানিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই দেখা গেল।

ব্যাট হাতে ৩০ বলে ৪৩। যাতে ১টি চার ও ৩টি ছক্বার মার। দুটি ছয়ই মেরেছেন জিম্বাবুয়ের দুই পেসার নেভিল মাদজিভা ও উয়েলিংটন মাসাকাদজাকে। অপর একটি ছক্কা ও চার খেয়েছেন যথাক্রমে লেগ স্পিনার ক্রেমার ও পেসার ভেট্টরি।

ব্যাট হাতে দূত্যি ছড়ানোর পর বল হাতে কারিশমা দেখিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১১ রানের খরচে ৩ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ওয়ালটন প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাব্বির রহমান। আগের দিনও তিনে ব্যাটিং করে করেছিলেন ৪৬ রান। সেদিন ম্যাচসেরার পুরস্কার না পেলেও বাংলাদেশের মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হন।

পুরস্কার হিসেবে পেয়েছেন এক হাজার ডলার।

ম্যাচ সেরার পুরস্কার পেয়ে সাব্বির রহমান বলেন,‘উইকেট খুব ভালো ছিল। আমি যখন ক্রিজে যাই তখন বল খুব সুন্দর করে ব্যাটে আসছিল। আমার কাজ ছিল সৌম্যকে ব্যাটিংয়ে আনা। সে বড় শট খেলছিল। আমিও তার পাশে ভালোই খেলছিলাম। বোলিংটার শুরুটাও ভালো হয়েছে।’

তৃতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা করে সাব্বির বলেন,‘২-০ হওয়াতে বেশি খুশি। আশা করছি আমরা তৃতীয় ম্যাচটিও জিততে পারব।’

 

 

Print Friendly, PDF & Email

Related Posts