ডেভোলোপাররা কেন আইন মানছেন না

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন রাজধানীর মোহাম্মদপুর এলাকার মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৮ নং সড়কে সিলিকন ডেভোলোপমেন্ট কোম্পানীর একটি বহুতল flat নির্মান করছে। আমার বাস সেই এলাকায় হওয়ার প্রতিনিয়ত আমাকে ৮নং সড়ক হয়ে যাতায়াত করতে হয়।

সম্প্রতি সকাল ৯টার দিকে অফিস যাওয়ার জন্য সেই ৮ নং সড়ক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সিলিকনের সেই বহুতল ভবনের উপর থেকে কিছু সিমেন্ট বালুর মিশ্রন আমার পরিপাটি শরীরের উপর এসে পরে। মুহুর্তে আমার শরীরের অনেকখানী অংশ সিমেন্ট বালুর মিশনে মেখে যায়।

কারন বহুতল ভবনটি নির্মানের সময় ময়লা আবর্জনা যাতে কোন পথচারীর উপর না পরে তার কোন প্রতিরোধক ব্যবস্থা নেই। আমার অফিসে যাওয়ার পথে এ অবস্থার কারনে আমার আর অফিসে সঠিক সময়ে যাওয়া হলো না। বাধ্য হয়ে বাসায় ফিরে পোষাক পরিবর্তন করে অফিসে যেতে দেরী হলো।

তবে মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আমার শরীরে ভারী কোন বস্তু পরেনি। তাহলে হয়তবা আমাকে বড় কোন বিপদে পরতে হতো। যেখানে একটি কোম্পানী কোটি কোটি টাকা খরচ করে বহুতল ভবন নির্মান করে। সেখানে সামান্য কিছু টাকা খরচ করে নেট দিয়ে নিরাপত্তা বেষ্টনি নির্মান করা থেকে কেন বঞ্চিত থাকে আমার বোধগম্য হচ্ছে না।

আমার হয়তবা বড় কোন বিপদ হলে ডেভোলপ কোম্পানীর লোকজন আসতেন আমাকে সান্তনা দিতেন এবং কোন এক হাসপাতালে নিয়ে যেতেন বা আশেপাশের লোকজন এগিয়ে এসে অনেক কথা বলার সুযোগ পেতেন। মিডিয়ার লোকজন খবর পেলে হয়তবা লাইফ দেখানোর একটা বিষয় পেতেন। কিন্তু মহান সৃষ্টিকর্তা সেই সুযোগ কাউকে দেননি। আমাকে বড়  একটি বিপদ থেকে রক্ষা করেছেন।

দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ডেভোলপ কোম্পানীর নতুন নতুন ভবনের কাছ হচ্ছে। কতিপয় বড় বড় ডেভলপ কোম্পানী ছাড়া বেশীরভাগ কোম্পানী কোন নিয়ম মানা হচ্ছে না। রাস্তাঘাট দখল করে ইট বালূ রাখা হয়। ইট ভাঙ্গার মেশিন দিয়ে শব্দ দুষন করে। কোন প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা না করে বহুতর ভবন নির্মান করছে। প্রায় ঘটছে ছোট বড় দূর্ঘটনা। অথচ এসব দেখার যেন কেউ নেই।

ম্যানহোলে শিশু পরে মারা যাবার পর ম্যানহোল নিয়ে বিভিন্ন প্রকার তদন্ত কমিটি করা হয়। সংবাদ প্রকাশ করা হয়। কয়েকদিন পর সব স্বাভাবিক হয়ে যায়। কোন প্রকার স্থায়ী সমাধান কেন হয় না। সরকারী পথে চলতে গিয়ে আমার জামা কাপড় নষ্ট হল কিন্তু আমি কোন বিচার দিতে পারলাম না। কারন আমি জানি এর কোন বিচার আমি পাব না। আর বিচার চাইতে গিয়ে আমাকে অনেক পয়সা খরচ করতে। উকিলের কাছে যেতে হবে থানার যেতে হবে। এসব করেও যদি বিচার পাওয়া যেতো। কিন্তু বিচার পাওয়া যাবে না বলে অনেকে কিছুই করে না। আমার মত নিরবে সব সয়ে যায়।

আমাদের দেশে জনস্বার্থে নতুন নতুন আইন করা হয় কিন্তু আইনের কোন সঠিক প্রয়োগ হয় না। বর্তমান সরকারের কাছে এবং রিহাব কর্তৃপক্ষের কাছে আকুন আবেদন জনস্বার্থে বহুতল ভবন নির্মানের সময় জনস্বার্থে নিরাপত্তা বেষ্টনি ব্যবহার করুন। জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত করুন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন ফ্রিলেন্স সাংবাদিক

Print Friendly, PDF & Email

Related Posts