হাত-পায়ে শক্তি পাচ্ছেন না আলতাফ মাহমুদ

তার স্ত্রী তাহমিনা মাহমুদ মঙ্গলবার দুপুরে বলেন, “স্পাইনাল কর্ডে সমস্যা থেকে তার দুই পা অবশ হয়ে গেছে। গতকাল রাত থেকে তিনি হাত দুইটি উঠাতে পারছেন না, শক্তি পাচ্ছেন না। বাম হাতে সেন্স নেই। ডান হাতেও শক্তি একেবারেই কমে গেছে।

Print Friendly, PDF & Email

Related Posts