বাংলাদেশের ভাবনা জুড়ে শুধুই সিরিজ জয়

বিডি মেট্রোনিউজ, খুলনা  জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পথ পরিষ্কার করে ফেলেছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ নিজেদের করে ফেলবে টাইগাররা। এমন লক্ষ্য নিয়েই সিরিজের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে মাশরাফি বাহিনী।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে খেলাটি।

সিরিজের প্রথম ম্যাচে শুরুতে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিলো জিম্বাবুয়ে। সফরকারীদের দুই ওপেনার ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজার দুর্দান্ত ব্যাটিং-এ ১২ ওভারেই ১০১ রানের বড় স্কোর গড়ে ফেলেন সিবান্দা ও মাসাকাদজা। তবে তাদের দেখানো পথে হাটতে পারেনি জিম্বাবুয়ের পরের দিকের ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। সিবান্দা ৪৬ ও মাসাকাদজা ৭৯ রান করেন। ২টি করে উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার হন আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জবাবে তামিম ইকবালের ২৯, সাব্বির রহমানের ৪৬ ও মুশফিকুর রহিমের ২৬ রানে জয়ে টিকে ছিলো বাংলাদেশ। কিন্তু সেই পথটি ছিলো কিছুটা কঠিন। কারণ, শেষ দিকে আস্কিং রেট অনেক বেশি বেড়ে গিয়েছিলো বাংলাদেশের। ফলে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ শিবির। কিন্তু সেই দুশ্চিন্তা দূর করে বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দেন সাকিব আল হাসান। শেষ দিকে ১৩ বলে ২০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ৪ উইকেটে ম্যাচ জেতান সাকিব।

প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায় বাংলাদেশের। তাই দ্বিতীয় ম্যাচে হেসে-খেলেই জয়ের স্বাদ পায় টাইগাররা। এ ম্যাচে ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। ব্যাটিং-এ সৌম্য সরকার ও সাব্বির রহমান ৪৩ রান করে করেন। এ ছাড়া সাকিব ২৭, মুশফিকুর ২৪ ও তামিম ২৩ রান করেন। ফলে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান পায় বাংলাদেশ।

এই রানের পুঁজি পেয়ে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের উপর আধিপত্য বিস্তার করেন বাংলাদেশের বোলাররা। ফলে ৮ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। তাই ৪২ রানের জয়ে সিরিজে ২-০ লিডটা সহজেই করে ফেলে বাংলাদেশ।

তাই এখন বাংলাদেশের ভাবনা জুড়ে রয়েছে শুধুই সিরিজ জয়। তৃতীয় ম্যাচেই নিজের ভাবনাটা বাস্তবে রুপ দিতে মরিয়া মাশরাফি বাহিনী।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নুরুল হাসান, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলী।

Print Friendly, PDF & Email

Related Posts