বিডি মেট্রোনিউজ, নারায়ণগঞ্জ ॥ বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোমতাজ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ভাইবোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নারায়ণঞ্জের দুই নম্বর বাবুরাইলের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
বুধবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর বেপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কাশীপুর ঈদগাহ্ মাঠ সংলগ্ন কবর স্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে মরহুমের লাশ দাফন করা হবে।
মোমতাজ আহমেদ কর্মময় জীবনে দৈনিক দেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে যোগদানের মাধ্যমে সাংবাদিকতায় আসেন। পরে দীর্ঘদিন দৈনিক আল-মুজাদ্দেদ পত্রিকার চীফ রির্পোটার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে কাজ করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সাথে জড়িত ছিলেন।
তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবনে তিনি নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের ভিপি ছিলেন।
তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।