বিডি মেট্রোনিউজ ॥ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে নেই রুবেল হোসেন। ডাক পাননি উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ও লেগ স্পিনার জুবায়ের হোসেনও। দলে নতুন মুখ অলরাউন্ডার আরিফুল হক। বৃহস্পতিবার টি-টোয়েন্টির বড় এই দুই টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই দফায় চলবে প্রাথমিক দলের প্রস্তুতি। এতে অংশ নিতে ২৩ জানুয়ারি খুলনায় ও ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।
চোটের জন্য গত জুলাইয়ের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবার চোটে পড়েন এই পেসার। চোট কাটিয়ে বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেন তিনি। তবে আবার চোটে পড়ায় ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরেই আছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির এই পেসার।
আইসিসির বিশ্বকাপের দল দেওয়ার শেষ সময়ের আগে যে কাউকে যোগ করে চূড়ান্ত দল ঘোষণা করা যায়। তাই চোট থেকে সময় মতো সেরে উঠতে পারলে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্টে দেখা যেতে পারে রুবেলকে। প্রাথমিক দলে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হকের। চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএলে অনুজ্জ্বল ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া জুবায়ের হোসেনকে রাখা হয়নি প্রাথমিক দলে। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল এই লেগ স্পিনারের। সেই ম্যাচে দুই ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন তিনি। পরে খেলার সুযোগ মেলেনি বিপিএলেও।
আগামী ৮ মার্চ ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের শুরু হবে এশিয়া কাপ, যা এবার প্রথমবারের মতো হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলা আরিফুল এই প্রথম এলেন প্রাথমিক দলে। ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। এতে ১৪.৪০ গড়ে ও ১২১ স্ট্রাইক রেটে ১৪৪ রান করেছেন তিনি। ২৪.৩৩ গড়ে নিয়েছেন তিন উইকেট।
জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার সিরিজে থাকা সব ক্রিকেটার আছেন প্রাথমিক দলে। চার ম্যাচের সিরিজে না খেলা নাসির হোসেন, লিটন দাস, শফিউল ইসলামরা পেয়েছেন প্রত্যাশিত ডাক।
বাংলাদেশ প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুক্তার আলী।