হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩জন হয়েছেন।
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (২৮), হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২), সিলেটের ওসমানীনগর উপজেলার থানাগাঁও গ্রামের আলাই মিয়ার ছেলে সুজন মিয়া ওরফে হৃদয় (২২)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ৩টি ছোরা, ২টি রামদা ও ২টি লাল মোটরসাইকেল জব্দ করা হয়।
দস্যুতা মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন-হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের জলিল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৫) ও সানাবই গ্রামের তৈয়ব আলীর ছেলে রহমত আলী (৪১)।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে ওসি (তদন্ত) আল আমিন মীর, এসআই মোঃ জহুরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার হয়। বাকী দুইজনকে গ্রেপ্তার করা হয় অলিপুর থেকে।
কাওসার/হবি