কেজেআরসির উদ্যোগে শিক্ষাদান ও প্রশাসনিক মানোন্নয়ন কর্মশালা

বিডি মেট্রোনিউজ কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি), বাংলাদেশ অফিসের আয়োজনে ৩দিন ব্যাপী শিক্ষাদান ও প্রশাসনিক মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলার ঝিকরগাছায় কুয়েত ইসলামিক অরফানেজ কমপ্লেক্স হল রুমে সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনি অধিবেশনে সভাপতিত্ব করেন আলাউদ্দীন আহমদ, প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল জলিল।

কেজেআরসির মহাপরিচালক ড. গাজী মো: জহিরুল ইসলামের দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ কর্মশালার কো-অর্ডিনেটর ছিলেন সংস্থার এডুকেশন এন্ড স্পন্সরশীপ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন।

কর্মশালায় কেজেআরসি পরিচালিত আটটি ইয়াতীমখানাও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকতা ও শিক্ষকবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। তিনদিনে মোট আট সেশনে অনুষ্ঠিত কর্মশালায় আটটি মূল বিষয়ের ওপর আলোচনা, প্রশ্নোত্তর ও মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। একই বিষয়ে আরো ৬টি শাখায় আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করেন ঝিকরগাছা উপজিলা নির্বাহী অফিসার মো: আব্দুল জলিল।

কর্মশালায় ইনস্ট্রাকটর ছিলেন, এশিয়ান ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ড. আহসান উল্লাহ মিয়া, যশোর পিটিআই’র সুপারিন্টেন্ডেন্ট মো: কামরুজ্জামান, মো: আবু বকর সিদ্দিক, এসএম রাউফার রহীম ও মো: রফিকুল ইসলাম প্রমূখ। কর্মশালা পরিচালনা করেন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার আব্দুল হালিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অফিসার শাহ জামাল ও আবুবকর সিদ্দিক। বিজ্ঞপ্তি।

Print Friendly, PDF & Email

Related Posts