বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ না জানা অনেক কিছু এখন জানা যাচ্ছে সেকেন্ডের মধ্যেই, সৌজন্যে ইন্টারনেট। ওয়েব জালে ভাসমান তথ্য মেঘের থেকেও ঘন। বৃষ্টির ফোঁটার মত তথ্য ঝরে ঝরে পড়ছে গ্রাহকের কাছে। যেটা পছন্দ সেটা সঞ্চয় করা, আর বাকিটা, ‘ইগনোর’।
এর থকে বড় তথ্য হাব পৃথিবীতে আর আছে নাকি? গোটা ১০০টা লাইব্রেরি এই নেট দুনিয়ার ছোট্ট একটা কোষ মাত্র। যা নাই এই জগতে তা আছে নেট জগতে। কিন্তু নতুন গবেষণা বলছে, ইন্টারনেটের থকেও ১০ গুণ বড় জায়গা আছে, যেখানে ইন্টারনেটের ১০ গুণ তথ্য সঞ্চয় করা যায়।
মানব দেহের মস্তিষ্কটাই সেই জায়গা। আমেরিকার জীবন বিজ্ঞানের গবেষণায় উঠে এসছে এমনই এক তথ্য।