বিডি মেট্রোনিউজ, নওগাঁ॥ নওগাঁর বদলগাছী উপজেলায় মদের বিষক্রিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আরও ছয় জন।শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান বদলগাছি থানার ওসি রফিকুল ইসলাম।
ওসি রফিকুল বলেন, “বৃহস্পতিবার রাতে এনায়েতপুর ও নুরপুর গ্রামের প্রায় ২৫/৩০ মিলে পিকনিক করে। তাদের মধ্যে অনেকেই আনন্দ উল্লাস করতে মদপান করে।
“শুক্রবার সকাল থেকে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সোলায়য়মান আলী ও হোসেন আলী ওইদিন রাত ৪টার দিকে নওগাঁ সদর হাসপাতালে মারা যায়। আব্দুল মজিদকে রাজশাহী হাসপাতালে স্থানান্তর করার পর শনিবার সকালে সেখানে তিনি মারা যান।”
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মদপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া গেছে।
মৃতরা হলেন উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত কুড়ানু সরদারের ছেলে সোলায়মান আলী (৫০), সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত পুকড়া মন্ডলের ছেলে হোসেন আলী (৩৫) ও একই গ্রামের লকাই মন্ডলের ছেলে আব্দুল মজিদ।
অসুস্থদের মধ্যে দুজনকে নওগাঁ সদর হাসপাতালে ও চার জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।